Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০২৫

২৬/০১/২০২৫ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'এর ঘোড়াশাল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল মৌজায় ঘোড়াশাল বাজার হতে সাদ্দাম মার্কেট পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে সীমানা পিলারের অভ্যন্তরে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


প্রকাশন তারিখ : 2025-01-26

উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা বিবরন নিম্নরূপ:
১। একতলা বিল্ডিং        =১৫টি;
২। আধাপাকা বিল্ডিং    =৩৭টি;
৩। টিনসেড ঘর।          = ৯৪টি;
৪।  টং ঘর                 = ১৪৫টি;
৫। ছ-মিল                  =  ০২টি 
৬। মোট                     = ২৯৩টি          
৭। উদ্ধারকৃত জায়গার পরিমান
                         = ৭.০০ একর।